মনিরামপুরে মৎস্যজীবী লীগের গাছের চারা ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

যশোর জেলা মৎস্যজীবী লীগের পক্ষ থেকে মনিরামপুর কপালিয়া মাছ বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক পরিবেশ রক্ষা, পুষ্টি চাহিদা পূরন ও জলবায়ু সংকট মোকাবিলায় অবহেলিত মৎস্য জীবী, মাছচাষী, মাছ ব্যবসায়ী ও জেলেদের মাঝে ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষের চারাগাছ বিতরণ করা হয়।

চারা বিতরণ শেষে করোনার সংক্রমণ রোধে সাধারণ মৎস্য জীবী দের মাঝে মাস্ক, হাতধোয়া সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও খাবার স্যালাইন বিতরণ করেন যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মো আবু তোহা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য জীবী লীগ নেতা সেলিম রেজা বাদশা, সাধন মল্লিক রনি, চয়ন মন্ডল, প্রফুল্ল সরকার, দিলীপ সরকার, সুনীল বিশ্বাস, গোলাম রসুল ও নিতাই বৈরাগী প্রমুখ।

পরে এক মতবিনিময় সভায় কপালিয়া মাছ বাজারে মৎস্য জীবী লীগের কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে মাছ ব্যবসায়ী প্রফুল্ল সরকারকে একটি কমিটি গঠন করার দায়িত্ব দেয়া হয়।