টাইগারদের ১৬২ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করে পাঁচ উইকেটে ১৬১ রানের বড় সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগের চার ম্যাচে এতো বড় সংগ্রহের সামনে পড়েনি বাংলাদেশ।

টস হেরে ফিল্ডিংয়ে নেমে তাসকিনকে দিয়ে আক্রমণ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভারে তাসকিন আহমেদ দিয়েছেন ২ রান। নাসুমের দ্বিতীর ওভারের প্রথম বলেই ক্যাচ দিয়েছিলেন রবীন্দ্র।

সেটি তালুবন্দী করতে পারেননি শামিম। শুরু থেকেই আগ্রাসী কিউই ওপেনার ফিন অ্যালেন। চার ছয়ের ফুলঝুড়িতে দ্রতই বাড়াচ্ছেন রানের চাকা। শরিফুলের করা ইনিংসের চতুর্থ ওভারে অ্যালেন ১৯ রান নেন।

দলীয় ৫৮ রানে প্রথম উইকেট হারালো নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্রকে মুশফিকের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান শরিফুল। ১২ বলে ১৭ রান করেন তিনি।

রাচিনকে ফেরানোর দুই বল পরেই বিধ্বংসী ফিন অ্যালেনকে আউট করেন শরিফুল। ঝড়ো ব্যাটিংয়ে ২৪ বলে ৪১ রান তুলেন তিনি। পাওয়ার প্লে-র ৬ ওভারে নিউজিল্যান্ড তুলেছে ৫৮ রান, হারিয়েছে ২ উইকেট।

কিউইরা আজ ঝড়ের গতিতে রান তুলছে। বারবার বোলিং পরিবর্তন করেও লাভ হচ্ছে না। নবম ওভারে আফিফকে বোলিংয়ে আনেন মাহমুদউল্লাহ। এসেই তার প্রতিদান দিলেন তরুণ এই অলরাউন্ডার।

নিজের চতুর্থ বলে উইল ইয়ংকে সাজঘরে পাঠালেন আফিফ। ৮ বলে ৬ রান করেন করেন তিনি। কলিড ডি গ্র্যান্ডহোমকে দ্রুত আউট করলেন নাসুম।

ইনিংসের ১১তম ওভারের চতুর্থ বলে ক্যাচ দেন শামীম হোসেনের হাতে। ভয়ংকর এক সিরিজ কাটল গ্র্যান্ডহোমের। আগের চার ম্যাচে ৯ রান করা গ্র্যান্ডহোম আজ করেছেন ৯ রান।

দলীয় ১১৮ রানে তাসকিনের বলে দুর্দান্ত ক্যাচে নিকোলাসকে ফেরান সোহান। অফস্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন নিকোলস, বাঁদিকে ঝাঁপিয়ে সেই ক্যাচ নিয়েছেন সোহান।

শেষদিকে টম ল্যাথামের অর্ধশতকে ভর করে ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। জিততে হলে বাংলাদেশের টার্গেট ১৬২।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এই ম্যাচে অনুপস্থিতি থাকার কথা জানা ছিল আগেই। তার পরিবর্তে দলে আনা হয়েছে শামীম পাটোয়ারিকে।

সাকিব ছাড়াও বিশ্রাম দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদি হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিনকে। তাতে সুযোগ দেওয়া হয়েছে সৌম্য সরকার, শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদকে।

এদিকে নিউজিল্যান্ড দলেও এসেছে তিনটি পরিবর্তন। খেলা শুরুর আগে মাঠেই সদ্য প্রয়াত আন্তর্জাতিক আম্পায়ার নাদির শাহকে স্মরণ করে ১ মিনিট নীরবতা পালন করেন ক্রিকেটার ও অফিসিয়ালরা।

আম্পায়ারিং ক্যারিয়ারে মিরপুরের এই মাঠেই কত ম্যাচই পরিচালনা করেছেন নাদির শাহ। মিরপুরে আজ যখন তানভীর হায়দার ও শরফুদ্দৌল্লা ইবনে সৈকত যখন ম্যাচ পরিচালনা করতে নামছেন, নাদির শাহ তখন অন্য ভূবনের বাসিন্দা।