সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশ দল মালদ্বীপে

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশ দল এখন মালদ্বীপে অবস্থান করছে। মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটে ফ্লাইট ছাড়ার কথা থাকলে এক ঘণ্টা বিলম্বের কারনে বাংলাদেশ দল দেশ ছাড়ে প্রায় ৪টার দিকে।

প্রায় চার ঘন্টার ভ্রমণ শেষে বাংলাদেশ সময় রাত ৮টায় মালদ্বীপের মালেতে পৌঁছায় জামাল ভুঁইয়ারা। মালদ্বীপের মালেতে পৌঁছায়, মালদ্বীপের ভ্যালেনা আন্তর্জাতিক বিমানবন্দরে হাইকমিশনের পক্ষ হতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে স্বাগত জানানো হয়।

আগামী ১ অক্টোবর থেকে ১৬ই অক্টোবর পর্যন্ত মালদ্বীপে আয়োজিত হবে সাফ টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলংকা।

লংকানদের হারিয়ে জয় দিয়ে আসর শুরুর কথা জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। মালেতে পৌঁছে সোজা হোটেলে উঠেছে বাংলাদেশ দল।

আজ রাতেই সব ফুটবলার, কোচ ও অফিসিয়ালদের করয়না পরীক্ষা করা হবে। উজবেকিস্তান থেকে সরাসরি দলের সাথে যোগ দিয়েছেন বাফুফের টেকনিকেল ডিরেক্টর পল স্মলি।

আগামীকাল বিকাল ৪টা ৩০মিনিটে মালের হেইনভেরু ট্রেনিং গ্রাউন্ডে নিজেদের প্রথম অনুশীলন করবে বাংলাদেশ।

সাফে বাংলাদেশের ম্যাচের সূচিঃ

১ অক্টোবর, বিকাল ৫টা
বাংলাদেশ বনাম শ্রীলংকা

৪ অক্টোবর, বিকাল ৫টা
বাংলাদেশ বনাম ভারত

৭ অক্টোবর, রাত ১০টা
বাংলাদেশ বনাম মালদ্বীপ

১৩ অক্টোবর, বিকাল ৫টা
বাংলাদেশ বনাম নেপাল

ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ই অক্টোবর রাত ৯টায়।