যশোরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩

জেলা গোয়েন্দা শাখা ও কোতয়ালি মডেল থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে গত ১২ ঘন্টা ব্যবধানে আধা কেজি গাঁজা এবং১৭৩পিস ইয়াবা উদ্ধার করেছে এ সময় তিনজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে আলাদা তিনটি মামলা হয়েছে।

মামলায় আসামীরা হচ্ছে,বরিশাল জেলার উজিরপুর উপজেলার কাংশি ধামুড়া গ্রাম বর্তমানে যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া মাসুদ এর বাড়ির ভাড়াটিয়া আব্দুস সাত্তার ও মিসেস ভানু বেগমের ছেলে মামুন রানা,

যশোর সদর উপজেলার মালি ধোপাখোলা গ্রামের বর্তমানে সদর উপজেলার পুলেরহাট গফফারের বাড়ির ভাড়াটিয়া মৃত সাত্তার সর্দার পালক পিতা রবিউল ইসলামের ছেলে মিজানুর রহমান ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষাখুন্তি পাকুড়িয়া শাদিপাড়া গ্রামের মৃত বিচ্ছাদ মন্ডলের ছেলে রিপন ওরফে রিফন ওরফে রিফাত।

জেলা গোয়েন্দা শাখা পুলিশের পুলিশ পরিদর্শক রুপন কুমার সরকার জানান, মঙ্গলবার ৫ অক্টোবর সকাল পৌনে ১০ টায় ডিবি’র এএসআই নির্মল কুমার ঘোষসহ একটি চৌকসদল গোপন সূত্রে খবর পেয়ে পালবাড়ী ভাস্কর্ড মোড়ের পশ্চিম পাশের শাহ সুইটস এন্ড বিরিয়ানী হাউজের সামনে অভিযান চালিয়ে রিপন ওরফে রিফন ওরফে রিফাতকে গ্রেফতার করে।

পরে তার দখলে থাকা ৫শ’ গ্রাম ওজনের গাঁজা উদ্ধার করে। অপরদিকে, ডিবি’র এসআই সোলায়মান আক্কাসসহ একটি চৌকসটিম সোমবার ৪ অক্টোবর বিকেলে সদর উপজেলার পুলেরহাট বাজারস্থ কলেজ মোল্লা এর একতলা মার্কেটের মধ্যে করিডোরে জয়ের সেলুনের সামনে অভিযান চালায়।

ডিবি পুলিশের অভিযান টের পেয়ে সেখানে ইয়াবা নিয়ে অবস্থান করা মিজানুর রহমান ও তার সহযোগী সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের ফিরোজ ডাক্তারের ছেলে তারেক হোসেন পালানোর এক পর্যায় মিজানুর রহমানকে গ্রেফতার করে। তারেক হোসেন পালিয়ে যায়।

পরে মিজানুর রহমানের দখল হতে ১শ’ ২০ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া, কোতয়ালি মডেল থানা পুলিশ মঙ্গলবার ৫ অক্টোবর সকাল সাড়ে ৭ টায় শহরের শংকরপুর চোপদার পাড়া মাসুদ এর বাড়ির ভাড়াটিয়া মামুন রানার ঘরে অভিযান চালিয়ে ৫৩পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার ৫ অক্টোবর দুপুরে আদালতে সোপর্দ করেছে।