হয় টিকা নাও নয় চাকরি হারাও: বাইডেন

baiden

যুক্তরাষ্ট্রে চাকরিজীবীদের আল্টিমেটাম দিয়ে বলা হয়েছে, ‘হয় টিকা নাও নয় চাকরি হারাও।’ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই এই কঠিন বার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, তিনি খুব শিগগিরই একটা আদেশ জারি করবেন যেখানে সব স্বাস্থ্যকর্মীর জন্য টিকা নেয়া বাধ্যতামূলক করা হবে। খবর বিবিসির।

যখন নিউ হাম্পশায়ারের কনকর্ডে টিকাবিরোধী বিক্ষোভে কিছু লোককে হাসপাতালের পোশাক পরা অবস্থায় দেখা গেল- তখনই মার্কিন প্রেসিডেন্ট এমন ঘোষণা দিলেন।

হাসপাতালটির সিইও স্কট কোলবি স্বীকার করেছেন। তিনি বলেন, মেডিক্যাল ইস্যু ছাড়াও অনেকে ধর্মীয় বিশ্বাস থেকে টিকাবিরোধী অবস্থান নিয়েছে।

কোলবি বলেন, টিকা নেয়ার এই বাধ্যবাধকতা শুধু করোনা টিকার ক্ষেত্রে নয়। কর্মীদের এমএমআর বা হেপাটাইটিসের মতো টিকাগুলোও নেয়া থাকতে হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে টিকাকরণ প্রক্রিয়া খুবই গুরুত্বের সাথে দেখেছে বাইডেন প্রশাসন। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪,৫১,৭৯,২০৯ জনের, মৃত্যু হয়েছে সাত লাখেরও বেশি।