“বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” প্রতিযোগিতায় বিজয়ী কাঞ্চননগর কলেজের ৩ ছাত্রী

“বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” বিষয়ভিত্তিক বইপড়া প্রতিযোগিতা -২০২১ এ বিজয়ী হয়েছে কাঞ্চননগর স্কুল এন্ড কলেজের তিন ছাত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ঝিনাইদহ কর্তৃক আয়োজিত “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” বিষয়ভিত্তিক বইপড়া প্রতিযোগিতা -২০২১ সম্প্রতি জেলা কার্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে।

এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে বিজয়ী হয়েছেন কাঞ্চননগর স্কুল এন্ড কলেজের তিন ছাত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ঝিনাইদহের সহকারী পরিচালক গোলক মজুমদার প্রথম স্থান অর্জন কারি রিফাহ তাসনিম বাশার, দ্বিতীয় স্থান অর্জন কারি মেহেতাজ রহমান ও তৃতীয় স্থান অর্জন কারি সুমাইয়া আফরিন লামিশা’র হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেয়।

কাঞ্চননগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস জানান, আমার প্রতিষ্ঠানের তিন ছাত্রী “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” বিষয়ভিত্তিক বইপড়া প্রতিযোগিতা -২০২১ এ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে আমাদের মুখ উজ্জ্বল করায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।

এছাড়াও ভর্বিষতে তারা প্রতিষ্ঠানের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে আরও পদক অর্জন করতে পারে সেই কামনায় করি।