শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো মধ্যপ্রাচ্য!

ইরানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের ৬ দেশ। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৫। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির সরকারি সংবাদসংস্থা আইএসএনএ জানিয়েছে, রোববার ১৪ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৩টা ৩৮মিনিটের দিকে ইরানে আঘাত হানা এই ভূমিকম্প মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহর, কাতার, বাহরাইন, ওমান এবং সৌদি আরবেও অনুভূত হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, রোববার ১৪ নভেম্বর স্থানীয় সময় বিকেলে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস শহরে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের শক্তি এতটাই শক্তিশালী ছিল যে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব জুড়ে মৃদু কম্পন অনুভূত হয়েছে। ইএমএসসি এবং ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।