বিধি লংঘনের অভিযোগ তুলে শার্শার ৪ স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

pressclub jessore

নির্বাচনী বিধি লংঘনের অভিযোগ তুলে যশোরের শার্শা উপজেলার চার স্বতন্ত্র ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী যৌথভাবে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার বেলা ১২টারদিকে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন করেন তারা। চার চেয়ারম্যান প্রার্থী হলেন, শার্শার চন্দনপুর গ্রামের ওবাইদুর রহমান খান,

দুর্গাপুর গ্রামের সাইদুর রহমান, গোকর্ণ গ্রামের আব্দুল জলিল এবং পন্ডিতপুর গ্রামের ইয়াসিন আরাফাত।

প্রার্থীরা লিখিত বক্তব্যে উল্লেখ করেন, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে যশোরের শার্শা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু তার আগেই নৌকার প্রার্থী আসাদুজ্জামান মুকুল ও তার সমর্থকরা আমাদের নির্বাচনী প্রচার প্রচারণায় বাঁধা সৃষ্টি করছে।

আমাদের কর্মীদের বাড়িতে যেয়ে মারপিট করছে। কেন্দ্রে না যাওয়ার জন্য তাদের হুমকী দিচ্ছে। লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়েছে, নৌকার প্রার্থী আসাদুজ্জামান মুকুল ঝিকরগাছা ও চৌগাছা থেকে সন্ত্রাসী ভাড়া করে আনছে।

এসব সন্ত্রাসীরা ভোটের রাতে ব্যালট পেপারে সীল মারাসহ, বোমাবাজী ও অগ্নিসংযোগেরও হুমকি দিচ্ছে। এ পরিস্থিতিতে আগের দিন ব্যালট পেপার ও বক্স কেন্দ্রে না পাঠানোর দাবি জানানো হয়েছে।