নাক দিয়ে করোনার টিকার ট্রায়াল দিলেন পুতিন

1

করোনার স্পুটনিক টিকার নাকে ব্যবহারের ধরন বুস্টার ডোজ হিসেবে নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, স্পুটনিক ভি টিকার দ্বিতীয় ডোজ নেয়ার ছয় মাস পর তিনি বুস্টার ডোজ নিয়েছেন।

কারণ, তার অ্যান্টিবডির মাত্রা কমে গিয়েছিল। করোনাভাইরাসের টিকা স্পুটনিকের নতুন এই ধরন রফতানি করার পরিকল্পনা করছে রাশিয়া। বুধবার রাশিয়ার পক্ষ থেকে এসব কথা বলা হয়।

স্পুটনিক টিকার এই ধরনটি মূলত নাক দিয়ে নেওয়া হয়। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে নাক দিয়ে এই টিকার বুস্টার ডোজ গ্রহণ করেছেন।

রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ জানান, তারা করোনার স্পুটনিক টিকার নাকে ব্যবহারের ধরন বিশ্বের অন্যান্য দেশে রফতানি করবে। আগামী বছর এই রফতানি শুরু হতে পারে।