মেম্বার পদে একটি ভোটও পাননি আব্বাস আলী 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপের নির্বাচনে ১ নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাদিরকোল গ্রাম থেকে টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আব্বাস আলী একটি ভোটও পাননি।

তার প্রাপ্ত মোট ভোট সংখ্যা ০ হিসেবে গণনা করা হয়েছে। জানা যায়, তার গ্রাম থেকে ৪ জন প্রার্থী মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে হুমায়ুন কবির ফুটবল প্রতীকে ৬’শ ৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম মোরগ প্রতীকে পেয়েছেন ৪’শ ১০ ভোট, জালাল উদ্দিন পেয়েছেন ৩ ভোট। কিন্তু টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আব্বাস আলী একটি ভোটও পাননি।

এ ব্যাপারে আব্বাস আলীর বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

তবে সুন্দরপুর গ্রামের আসলাম জানান, আমার জানা মতে আব্বাসের পরিবারেই রয়েছে ৭ জন ভোটার তার পরও পাইনি কোন ভোট এমনকি নিজের ভোট দিয়েছেন আন্য প্রার্থীকে।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।