নড়াইলে সাহিত্য আড্ডাসহ সম্মাননা প্রদান

বিভিন্ন জেলার কবি ও সাহিত্যিকদের অংশগ্রহণে নড়াইলে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

মনিকা একাডেমি আয়োজিত সোমবার (২৯ নভেম্বর) বিকেলে শহরের দেবদারতলা এলাকায় একাডেমি মিলনায়তনে এ আড্ডা অনুষ্ঠিত হয়।

এছাড়া নড়াইলের প্রবীণ কবি বেগম শেফালী বিশ্বাসকে সাহিত্য মনিকা সনদপত্র, উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-খুলনা থেকে আগত কবি মহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন-যশোর থেকে আগত কবি এম এ কাসেম অমিয়, সম্মাননাপ্রাপ্ত কবি দীপ্ত মনিকার সাহিত্য উপদেষ্টা কবি শেফালী বিশ্বাস,

প্রধান শিক্ষক আ ন ম মাজহারুল হক, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক কবি উজির আলী, পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবি মিজানুর রহমান ও সমাজসেবক তাপস কুমার পাল। অনুষ্ঠান পরিচালনা করেন-মনিকা একাডেমির পরিচালক সবুজ সুলতান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মনিকা একাডেমির সহকারী পরিচালক ও দীপ্ত মনিকার সাধারণ সম্পাদক নীলা আক্তার মনিকা, নড়াইল ইউনিটের সহ-সভাপতি রাতুল হাসান, আঞ্চলিক শিল্প-সাহিত্য ইউনিটের সাধারণ সম্পাদক কবি জান্নাত হাকিম, সদস্য কবি হৃদয় হোসেন, সাবেরা ইয়াসমিন, সারিকা সুলতানসহ অনেকে।