বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদ তৃতীয় ধাপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নব-নির্বাচিত চেয়ারম্যান আলী হোসেন অপুর বিচারের দাবি ও অত্যাচারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে গ্রামের নারীরা। এ সময় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার বিকাল ৪ টার দিকে দুলালমুন্দিয়া গাজেম আলী মাদ্রাসা মাঠে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গ্রামবাসী। বিক্ষোভ সমাবেশে ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

গ্রামবাসীরা জানায়, রোববার রাত সাড়ে ৭ টার দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রায়গ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে ভোটে ফেল করায় প্রতিপক্ষ বিজয়ী মেম্বর প্রার্থীর কর্মী যুবলীগ নেতা তুহিন রেজাসহ কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়।

এ সময় দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হামলার ঘটনার পরপরই গ্রামবাসীরা একত্রিত হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।

খবর পেয়ে পুলিশ ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে বিচারের আশ্বাস দিলে আধাঘন্টা পর এলাকাবাসী অবরোধ তুলে নেয়।