ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদারকে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শৈলকূপা উপজেলার নলখোলা গ্রামের মোয়াজ্জেম হোসেন মন্টুর ছেলে শাওন।
জানা যায়, গত ২৮ নভেম্বর হাকিমপুর ইউনিয়নের বিপ্রবগদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পুলিশের ৩ সদস্যসহ ১৫ জন আহত হন।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণকরে।
এ ঘটনায় পুলিশের পক্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদার সহ ৭৬ জনের নামে মামলা করেন। এ মামলায় অজ্ঞাত আরও ৬’শ জনকে আসামি করা হয়।মঙ্গলবার বিকেলে শাওন শিকদারকে গ্রেফতার করা হয়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম ওয়ান নিউজ বিডি’কে বলেন,পুলিশের করা হামলা মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদারকে গ্রেফতার করা হয়েছে।
শাওনের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেফতারের পর শাওন শিকদার পুলিশের হেফাজতে রয়েছে।