যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় সোমবার অনুপস্থিত ২০৪৬

jessore education board

চলতি বছরের এইচএসসি সোমবার ১৩ ডিসেম্বর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরে সকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় (২৬৮),

ইতিহাস ২য় (৩০৫) পরীক্ষা সকালে এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় (২৮৭), ফিন্যান্স, ব্যাংককিং ও বীমা ২য় (২৯৩) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, সোমবার ১৩ ডিসেম্বর সকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পরীক্ষা ও বিকেলে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনণ ২য় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় ও ইতিহাস ২য় পরীক্ষায় ৬৩ হাজার ৫শ’ ১৭জন পরীক্ষার্থীর মধ্যে ২২৭টি কেন্দ্রে ৬১ হাজার ৮শ’ ৫৮ জন অংশ নেন। অনুপস্থিত হন ১ হাজার ৬শ’ ৫৯জন।

বিকেলে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য়, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পরীক্ষায় ১৬ হাজার ৯শ’ ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৬টি কেন্দ্রে অংশ নেন ১৬ হাজার ৫শ’ ৩৭জন। অনুপস্থিত ছিলেন ৩৮৭জন।