ইউপি নির্বাচনে কাউকে পানি ঘোলা করার সুযোগ দেয়া হবে না

যশোরের দেয়াড়া ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী লিয়াকত আলীর বিজয়ের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ ডিগ্রি কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। মতবিনিময় সভা থেকে নেতৃবৃন্দ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোলা পানিতে কাউকে মাছ শিকার করতে দেয়া হবে না।

যারা পানি ঘোলা করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। ষড়যন্ত্রকারীদের কোনভাবেই সফল হতে দেয়া হবে না। আওয়ামী লীগকে শাক্তি করতে,

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল স্তরের নেতাকর্মীদের নৌকার পতাকাতলে আসতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের নৌকা হলো শেষ ঠিকানা এই বিশ্বাসকে বুকে ধারণ করে কাজ করতে হবে।

দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, উপ- প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু,

উপদেষ্টা সদস্য আবুল হোসেন খান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু,

সদস্য এসএম রবি সিদ্দিকী, সদস্য কেরামত আলী, বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়ারুল ইসলাম জুয়েল, স্বাস্থ বিষয়ক সম্পাদক আশুতোষ কুমার, প্রচার সম্পাদক লোকমান হোসেন,

দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, যুগ্ম-আহবায়ক মোফাজ্জেল হোসেন মোফা, সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সভাপতি সানাউল্লাহ,

৫নং ওয়ার্ডের সভাপতি রওশন আলী, ৮নং ওয়ার্ডের সহ-সভাপতি মিঠুল গাজী, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হোসেন গাজী, আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম, দাউদ হোসেন প্রমুখ।