যশোরে কিশোর অপরাধী চক্রের আরো ২ সদস্য গ্রেফতার

যশোর কোতয়ালী পুলিশ কিশোর অপরাধী চক্রের আরো দুই সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে শহরতলীর ঝুমঝুমপুর চাঁন্দের মোড়ের পিতা মারফত হোসেন ও মাতা রিনা বেগমের ছেলে বিপ্লব হোসেন (২০) ও একই এলাকার পিতা হালিম ও মাতা বিউটি বেগমের ছেলে আকাশ হোসেন (২১)।

গ্রেতারকৃত দুইজনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। এর আগে ৯ ডিসেম্বর মঙ্গলবার কিশোর অপরাধী চক্রের আরো ৯ সদস্যকে গ্রেফতার করা হয়। এই দুজন নিয়ে মোট ১১ জনকে পুলিশ গ্রেফতার করলো।

মামলার তদন্ত কর্মকর্তা সেকেন্দার আবু জাফর জানান, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৪ টার সময় জিলা স্কুলের সামনে থেকে বিপ্লব হোসেন ও আকাশ হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে জনমনে আতংক, ভীতি ও ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে।

তিনি বলেন, ওই দুইজন ভোর রাতে জিলা স্কুলের সামনে সন্দেহ জনক ভাবে ঘোরা ফেরা করছিলো। গ্রেতারকৃত দের মঙ্গলবার ১৪ ডিসেম্বর আদালতে সোপর্দ করা হয়।

এর আগে ৯ ডিসেম্বর মঙ্গলবার জিলা স্কুল ও সার্কিট হাউজ পাড়ার মধ্যবর্তী স্থান থেকে আরো ৯ কিশোর অপরাধীকে গ্রেতার করা হয়। এ সময় ৭/৮ জন পালিয়ে যায়। এঘটনায় ওই দিন কোতয়ালী থানায় মামলা হয়।