একাত্তরে গণহত্যা: পাকিস্তান সেনাবাহিনীর বিচারের দাবি

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশে গণহত্যা চালানো এবং বাঙালি জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবী দের নির্মমভাবে হত্যাকারী পাকিস্তান সেনাবাহিনীর বিচারের দাবিতে যশোরে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে রাঙা প্রভাত যুব কল্যাণ সংস্থা নামে একটি প্রতিষ্ঠান এই গণস্বাক্ষর অভিযান কর্মসূচি শুরু করে।

এক মাস ধরে এই গণস্বাক্ষর কর্মসূচি চলবে। এই কর্মসূচির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

রাঙা প্রভাত যুবকল্যাণ সংস্থার সভাপতি শরীফ আব্দুল্লাহ আল মাসউদ হিমেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিবাহিনীর প্রধান বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মনি,

যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একরাম উদ দৌলা,

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ সাইদ বুলবুল,

যশোর জেলা জাসদের সহসভাপতি আহসান উল্লাহ ময়না, রাঙা প্রভাত সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রাকিব উদ দৌলা শুভ্র, রাঙা প্রভাত নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ফাতেমা বেগম, সম্পাদিকা সৈয়দা তাহেরা জান্নাত প্রমুখ।