যশোরে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

যশোর ডিবি পুলিশ দেড় কেজি গাঁজা ও একটি মোটর সাইকেলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে বেনাপোল পোট থানার দূর্গাপুর গ্রামের (২নং ওয়ার্ড) নুর মোহম্মদের ছেলে আব্দুল মোমিন (২০) ও একই থানার মানদিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আরিফ হোসেন (২০)।

এ ঘটনায় ডিবি পুলিশের এস আই আরিফুল ইসলাম বাদি হয়ে কোতয়ালী থানায় শনিবার (১৮ ডিসেম্বর) মামলা করেন।

তিনি বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন নিউমার্কেট চৌরাস্তা মোড়ে চৌগাচা বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর দুইজন মাদব বিক্রেতা মোটর সাইকেলে গাঁজা নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে।

এ সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে (১৭ডিসেম্বর) সেখানে অভিযান চালানো হয়। সেখানে যেয়ে দেখা যায় দুজন ব্যক্তি মোটর সাইকেল নিযে দাড়িয়ে আছে। তাদের মোটর সাইকেলে সাদা রঙের বাজার করা ব্যাগ ঝুলানো রয়েছে।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক বিক্রেতা মোটর সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় মোটর সাইকেল চালক আব্দুল মোমিন ও তার পিছনে বসা আরিফ হোসেনকে সাদা রঙের বাজার করা ব্যাগসহ আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও ধৃতকালে আরিফ স্বীকার করে তার ব্যাগের ভিতর গাঁজা আছে। পরে ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্দার করা হয়।