যশোরে ট্রাকের মোটর চোর আটক

কোতয়ালি মডেল থানা, যশোর
কোতয়ালি মডেল থানা, যশোর

যশোরে ট্রাকের মোটর চুরি করে বিক্রির সময় রহমত (১৯) নামে এক চোর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃত রহমত সাতক্ষীরা জেলা সদরের থানাঘাটা (শাহাদত চেয়ারম্যান বাড়ির পাশে) মৃত শওকত হোসেন ও নাজরীন সুলতানার ছেলে। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হয়েছে।

কোতয়ালী থানার এস আই আব্দুর রহমান বাদি হয়ে শনিবার (১৮ ডিসেম্বর) মামলা করেন।

মামলায় উল্লেখ করেন, শহরের রাসেল চত্বরে দিবাকালীন মোবাইল ডিউটি করাকালে শুক্রবার ১৭ ডিসেম্বর বিকালে খবরপান শংকরপুর বাস টার্মিনালের পাশে ছোটনের গলিতে আব্বাসের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর এক ব্যক্তি চোরাই মাল বিক্রির জন্য অবস্থান করছে।

এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশি উপস্থিতি টের পেলে রহমত পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় রহমতকে আটক করা হয়।

আটক রহমত প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করে সাতক্ষীরা রসুলপুরের লুৎফর ও সুফিয়া খাতুনের ছেলে আব্দুল্লাহর ট্রাকের মোটর কৌশলে চুরি করে বিক্রির জন্য ওই স্থানে অবস্থান করছিলো।