যশোরে যৌতুক মামলায় একজনকে দুই বছর কারাদন্ড

court jessore
ফাইল ছবি

যশোরে যৌতুক মামলায় জিএম সুলতান নামে এক ব্যক্তিকে ২ বছর কারাদন্ড দিয়েছে একটি আদালত।

সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত জিএম সুলতান যশোর সদরের খড়িচাডাঙ্গা গ্রামের আব্দুল ওহাব গাজীর ছেলে।

মামলার বিবরনে জানা গেছে, ২০১২ সালের ৭ সেপ্টেম্বর আসামি জিএম সুলতান সদরের হামিদপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে মনিরা খতুন লাবনীকে বিয়ে করেন।

বিয়ের কয়েক মাসের মধ্যে আসামি তার স্ত্রীর কাছে ৪ লাখ টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।

বিষয়টি লাবনী তার পিতাকে জানালে নগদ ১ লাখ টাকা ও সংসারের যাবতীয় মালামাল দেন। তারপরও আসামি সুলতান যৌতুকের বাকি টাকার জন্য তার স্ত্রীকে মারপিট করে সন্তানসহ পিতার বাড়ি তাড়িয়ে দেন।

পারিবারিক ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে লাবনী ২০১৯ সালের ১৩ নভেম্বর আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন।

এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহন শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচাক তাকে ২ বছর কারাদেন্ডর আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত জিএম সুলতান পলাতক আছে।