যশোরে বাসের ধাক্কায় সড়ক ও জনপদের কর্মচারী নিহত

road accident

যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাজারে লাইন বাসের ধাক্কায় ওকিল উদ্দিন সরদার (৭৫) নামে সড়ক ও জনপদের সাবেক কর্মচারী নিহত হয়েছে।

বুধবার সকালে সদর উপজেলার রাজারহাট চামড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ওই উপজেলার পান্তা পাড়া গ্রামের মৃত আশরাফ আলী সরদারের ছেলে।

নিহত ওকিল উদ্দিন সর্দারের জামাই হযরত আলী জানান বুধবার সকালে আমার শ্বশুর বাড়ি থেকে কিছু বাজার করার জন্য রাজারহাট বাজারে আসছিলেন।

চামড়া বাজার এর সামনে থেকে রাস্তা পার পার হওয়ার সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি লাইন বাস যার রেজিস্ট্রেশন নং (ঢাকা মেট্রো-ব-১৫-০০৪৫) ধাক্কা দেয়।

এসময় ওকিল উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ মৃত ঘোষণা করে বলেন হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন। সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার কারণে নাক মুখ কান দিয়ে রক্ত ক্ষরণ হয়েছে ওই কারণে তিনি মারা গেছেন।

যশোরের নোয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমি উচ্ছেদ অভিযানে ব্যস্ত আছি, লাশ মর্গে আছে। ঘটনাস্থলে যাওয়ার সময় পায়নি।