নৌকায় ভোট দিলে মানুষ সুখে-শান্তিতে থাকতে পারবে: মিলন

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, দেশ ও জাতির স্বার্থে নৌকায় ভোট দেয়ার কোন বিকল্প নেই। নৌকায় ভোট দিলে মানুষ সুখে-শান্তিতে থাকতে পারবে।

ইউনিয়ন পরিষদ থেকে সংসদ ভবন পর্যন্ত সাধারণ মানুষের দাবি-দাওয়া, চাওয়া-পাওয়া বাস্তবায়ন হবে। শেখ হাসিনা দেশব্যাপী উন্নয়নের রোল মডেল করেছেন। বিশ্বনেতারা বাংলাদেশের প্রশংসা করছেন।

বাংলাদেশকে বিভিন্ন দেশের কাছে মডেল হিসেবে তুলে ধরছেন। এসব কিছুর একমাত্র দাবিদার শেখ হাসিনা। তাই তৃণমূল থেকে শেখ হাসিনার হাত শক্তিশালী করতে সবাইকে নৌকায় ভোট দিতে হবে।

বুধবার ২২ ডিসেম্বর যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, নৌকার প্রার্থী শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম- সম্পাদক কামাল হোসেন,

জেলা মহিলা লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক শাকিলা আফরোজ মিমি, শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম জাকির হোসেন, জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিদ্যুৎ,

সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান শান্তি, সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, বর্তমান সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, সহ-সভাপতি রুহুল কুদ্দুস, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল।

কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিদুর রহমান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চলনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।