শালিখায় নির্বাচন পরবর্তী হামলায় একজন নিহত, আহত ৪

মাগুরার শালিখা উপজেলার ২ নং তালখড়ি ইউনিয়নের শাবলাট গ্রামে আওয়ামীলীগের বিদ্রোহী পরাজিত চশমা প্রতীক সমর্থকদের হামলায় বিজয়ী নৌকা প্রতীক সমর্থক শরীফুল ইসলাম মোল্যা (৫০) নিহত ও তার ছেলে সহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। শরীফুল ইসলাম শাবলাট গ্রামের মৃত ইব্রাহিম মোল্যার পুত্র। আহতরা হলেন, শরীফুল ইসলাম মোল্যার পুত্র রাজীবুল হোসেন রাজীব (৩০),

চান আলী মোল্যার পুত্র বদরুদাদিন মোল্যা (৪৫), সাহাদৎ মোল্যার পুত্র আনিছুর রহমান (৪৫) ও মৃত বিশারত মোল্যার পুত্র মহাব্বত আলী মোল্যা (৩৫)।

আহত রাজীব এবং প্রতিবেশী নাজমুল হোসেন জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৯ টার দিকে তারা শাবলাট বাজারে বসেছিলেন। এ সময় একই গ্রামের আয়ুব বিডিআরের নেতৃত্বে চশমা প্রতীক সমর্থক ২০/৩০ জনের একদল লোক এসে অর্তকিত তাদের ওপর হামলা চালায়।

হামলা কারীরা ধারালো অস্ত্র-শস্ত্র, লাঠি সোটা তাদের মারপিট করে এবং কোপায়। এতে ওই ৫ জন আহত হন। আহতদের বেলা সাড়ে ১১ টায় যশোর ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে আনা হয়।

এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোঃ শাহীনূর রহমান সোহাগ শরীফুল ইসলাম মোল্যাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে রাজীব সহ ৪ জনকে হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে আনিছুর রহমান, মহাব্বত আলী ও বদরুদ্দিনের অবস্থা আশংকাজনক বলে ডাঃ সোহাগ জানিয়েছেন। তারা জানিয়েছেন, গত ২৮ নভেম্বর তালখড়ি ইউনিয়েনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে আওযামীলীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক নিয়ে মোঃ সিরাজুদ্দিন মন্ডল চেয়ারম্যান পদে নির্বাচন করেন। নির্বাচনে তিনি বিজয়ী হন। তার প্রতিদ্বন্ধি হিসেবে একই দলের বিদ্রোহী মোঃ শামছুর রহমান চশমা প্রতীক নিয়ে নির্বচনে অবতীর্ণ হন এবং পরাজিত হন।

চশমা প্রতীক সমর্থক আয়ুব বিডিআর নৌকা প্রতীক সমর্থকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। শনিবার সকালে শাবলাট বাজারে চায়ের দোকানে বসে থাকাকালে ওই চশমা প্রতীক সমর্থকরা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।