নিজের অবস্থান নিয়ে আমি গর্বিত

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’। সিনেমাটি নিয়ে শুরু থেকেই প্রিয়াঙ্কা ভক্তদের মাঝে ছিল দারুণ কৌতুহল।

তবে ২২ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটির প্রতিটি শো হাউজফুল হলেও একদিন যেতে না যেতেই পাইরেসির কবলে পড়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মাঝে ব্যবসায়িক ঝুঁকির শঙ্কা তৈরি হলে প্রিয়াঙ্কা হাঁটছেন ভিন্ন পথে।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, পাইরেসি আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন কিছু নয়। এ নিয়ে আলোচনা না করাই ভালো। যদিও শুরুতেই একটি সিনেমা পাইরেসির কবলে পড়া দুঃখজনক।

একটি সিনেমা নির্মাণের পেছনে অনেক শ্রম এবং প্রত্যাশা থাকে। দর্শক হলে গেলে সেই কষ্ট সার্থক হয়। তবে আমার নতুন সিনেমাটি পাইরেসির কবলে পড়লেও তা ব্যবসায়িক সাফল্যে প্রভাব ফেলতে পারবে না।

কারণ যারা আমাকে ভালোবাসেন, ব্যতিক্রমী চরিত্রে দেখতে চান তারা অবশ্যই হলে যাবেন। এছাড়া প্রিয়াঙ্কার বলিউডের পাশাপাশি হলিউডে কাজ করার সিদ্ধান্ত কতটা সঠিক, এ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা মহলে আলোচনা -সমালোচনা রয়েছে।

বিষয়টি নিয়ে এতদিন প্রিয়াঙ্কা চুপ থাকলেও এবার কথা বললেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, নিজের অবস্হান নিয়ে আমি গর্বিত। যদিও দীর্ঘ ১৮ বছরের পথটি মসৃন ছিল না।

অনেক উত্থান-পতন দেখতে হয়েছে। অনেকটা ঝুঁকি নিয়েই হলিউড যাত্রা শুরু করেছিলাম। আমার সিদ্ধান্ত যে সঠিক ছিল তা এরইমধ্যে প্রমাণিত হয়েছে। ক্যারিয়ার নিয়ে আমি দারুণ খুশি।