নৌকার বিরোধীতাকারী আ.লীগের পদধারীদের সতর্ক করলেন বিপুল

যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

এই ষড়যন্ত্রে আওয়ামী লীগের অনেক নেতা জড়িয়ে পড়েছেন। তাদেরকে আমরা বলতে চাই, দলীয় পদে থাকবেন আর নেত্রীর নির্দেশনা মানবেন না। যশোরে তা হতে দেয়া হবে না।

আপনাদের প্রকাশ্যে নৌকায় সিল মেরে ভোটের দিন প্রমাণ করতে হবে আপনারা আওয়ামী লীগের লোক। অন্যথায় আপনাদের ভোটের মাঠে যাওয়ার প্রয়োজন নেই।

যেতে চাইলে আগে দলীয় পদ থেকে পদত্যাগ করবেন। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে নৌকা প্রতীকের এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বক্তব্য দেন।

ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাটুয়াপাড়ায় এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিতি আরো বলেন, ‘গত এক যুগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। মানুষের জীবন যাত্রার মান বেড়েছে।

আওয়ামী লীগ নেতাকর্মীরা বিগত জামায়াত-বিএনপি আমলের নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়েছেন। অনেক ভালো আছেন। ব্যবসা-বাণিজ্য করছেন। কিন্তু নির্বাচনে আসলেই আপনারা প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে নৌকার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।

আওয়ামী লীগে থাকবেন, আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে অনেক কিছু করবেন, আবার জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মানবেন না। এমন দ্বিচারিতা মানুষের আওয়ামী লীগের দরকার নেই। তাই আপনারা ভালো হয়ে যান।

মিরজাফরী ছেড়ে মানুষের কাতারে আসুন। আগামী নির্বাচনে প্রকাশের নৌকায় সিল মেরে নিজেরা আওয়ামী লীগের লোক তার প্রমাণ দিন। ৮ নম্বর ওয়র্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্শবর্তি ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও লেবুতলা ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামন মিলন।

আরো বক্তব্য দেন হৈবতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আবু সিদ্দিক, নির্বাচনের প্রধান সমন্বয় কারী সাজেদুর রহমান মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মীর হামিদুর রহমান লাভলু, আব্দুল হাই, মকবুল হোসেন, জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, জাহিদুল ইসলাম খোকন, রাজু আহমেদ প্রমুখ।