চৌগাছায় ১৩২ ইউপি সদস্যের শপথ গ্রহণ

যশোরের চৌগাছা উপজেলার ১১ ইউনয়িন পরিষদের ৯৯ সাধারণ সদস্য এবং ৩৩ সংরক্ষিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩ জানুয়ারি বেলা ১১টায় চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব ও শপথ কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও তিনি শপথ অনুষ্ঠানের আগে ইউপি সদস্যদের দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন।

শপথ অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে ও পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান

এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী। সদস্যদের পক্ষে চৌগাছা সদর ইউপি সদস্য জালাল উদ্দিন এবং সিংহঝুলী ইউপির সংরক্ষিত ওয়ার্ডের সদস্য সাফিয়া খাতুন বক্তৃতা করেন।

এসময় উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান,

চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জগদীশপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাস্টার, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান,

স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর, নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন ও সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।