বেনাপোল বন্দর পরিদর্শন করলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক

ভারতের সাথে পাসপোর্ট যাত্রী পরিষেবা বাড়াতে জায়গা অধিগ্রহন এর জন্য যশোর এর অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) তুষার কুমার পাল বেনাপোল স্থল বন্দর পরিদর্শন করেছেন।

এসময় তিনি বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের সাথে চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাচেঞ্জার টর্মিনাল এর উত্তর পাশের ও পুর্ব পাশের জায়গা অধিগ্রহনের সময় জমির মালিকদের সাথে কথা বলেন।

সোমবার বেলা ১২ টার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) তুষার কুমার পাল যাত্রী সেবার মান বাড়াতে জমিতে থাকা ভবনগুলো সম্পর্কে মালিকদের সাথে কথা বলেন।

যশোর বেনাপোল মহাসড়কে বেনাপোল চেকপোষ্টের চৌধুরী সুপার মার্কেটের মালিক ইকবাল চৌধুরী, টার্মিনালের পিছনের জমির মালিক আজিজুল হক ও আশাদুজ্জমান আশার কাছে তিনি জানতে চান এত ভাল জমি কেন দিতে ইচ্ছুক।

জমির মালিকগন উত্তরে বলেন, সরকার দেশের স্বার্থে জমি অধিগ্রহন করছে এতে আমাদের কোন আপত্তি নাই। তবে আমরা যেন ন্যায্য মুল্য যাতে পেতে পারি সে দিকে খেয়াল রাখার আহবান জানান।

অধিগ্রহন করা জমির ভিডিও ফুটেজ ধারন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, ভারতের সাথে যাত্রী চলাচল এর সেবার মান বাড়াতে এখানে আবাসিক হোটেল,

রেষ্টুরেন্ট, পরিবহন কাউন্টার, বিশ্রামাগার সহ নানান সুযোগ সুবিধা থাকবে। এসময় বেনাপোল স্থল বন্দরের প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।