মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

মালদ্বীপের হুলেমালে, বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

স্বাধীনতার শতবর্ষে জাতির পিতার সুবর্ণে স্বাধীনতা ও অভিবাসনে আনবো মর্যাদা নৈতিকতা, প্রতিপাদ্যে উপলক্ষে ৮ই জানুয়ারি, শনিবার রাত ৮ টার দিকে দূতাবাস প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রবাস ও দেশের উন্নতি কামনা করে কুরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়।

এরপর দিবসটি উপলক্ষে প্রদত্ত শুভেচ্ছা বক্তব্যে দেন দূতাবাসের প্রথম সচিব মোঃ সোহেল পারভেজ, রাষ্ট্রপতির বাণী পাঠ সহ প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন, পররাষ্ট্রমন্ত্রীর বাণী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ দিয়ে উনার শুভেচ্ছা বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে, বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল মোঃ নাজমুল হাসান বক্তব্যের শুরুতে স-শ্রদ্ধেয় বেদনায় স্মরণ করেন দেশের পরাধীনতার গ্লানি মোচনে প্রাণ উৎসর্গ করা বীরসন্তানদের।

সেই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান।

এবারের দিবসটির প্রতিপাদ্য শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা-অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা যথার্থ হয়েছে বলে মনে করি।

কারণ জাতি এ বছরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে।

বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল নাজমুল হাসান প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের দেয়া সুযোগ-সুবিধা সম্পর্কে বলেন, পাসপোর্ট সেবা সহজ করার প্রক্রিয়া চলছে,

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরও দ্রুত পাসপোর্ট দেয়া হচ্ছে যাতে বৈধ করার প্রক্রিয়ার সুযোগ নিতে পারেন। শত প্রতিকূলতার মধ্যেও দূতাবাস পাসপোর্ট বিতরণ অব্যাহত রেখেছেন।

বাংলাদেশের প্রবাসীদের মেধা, শ্রম ও দক্ষতা বিশ্বে প্রশংসিত। এ ধারা অব্যাহত রাখতে আমরা সচেষ্ট আছি। বাংলাদেশ সরকার করোনাকালে প্রবাসেও কর্মীদের সহযোগিতা করেছে।

একইসঙ্গে প্রবাসীরা দেশ এবং নিজ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়া করোনাকালে সম্মুখসারির কর্মী হিসেবে বাংলাদেশি কর্মীরা মালদ্বীপে কাজ করছে, এখনও করছে।

এরপর বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশীদের সাফ্যল্য ও বিগত বছর গুলোতে মালদ্বীপ হাইকমিশনার অফিসে কাজের অগ্রগতি নিয়ে উল্লেখ যোগ্য কয়েকটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের সুনামধন্য ব্যাবসায়ী ও গ্লোবাল রীচ প্রাঃ লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর ও দ্বিতীয় বার নির্বাচিত হওয়া সি আই পি মোঃ সোহেল রানা এবং এন.বি.এল মানি ট্রান্সফার এর প্রতিষ্ঠাতা লোকাল ডিরেক্টর হান্নান খান কবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন , রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমিক, পেশাজীবী সংগঠনের নেতা ও মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা।