কাজাখাস্তান ছাড়ছে রুশ সেনারা: প্রেসিডেন্ট

আগামীকাল বৃহস্পতিবার থেকে কাজাখাস্তানের মাটি ছাড়তে শুরু করবে রুশ সেনা সদস্যরা। কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ এই ঘোষণা দিয়েছেন।

তিনি সংসদকে জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে এই প্রত্যাহারের কাজ সম্পন্ন হবে। দেশটিতে হঠাৎ ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে সহায়তার জন্য রাশিয়ার নেতৃত্বাধীন সিএসটিও শান্তিরক্ষী বাহিনীর এসব সৈন্যদের সেখানে ডাকা হয়েছিল।

কাজাখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বিক্ষোভে প্রায় ১০ হাজার লোককে গ্রেফতার করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি খবর দিচ্ছে, তেল-সমৃদ্ধ এই দেশটিতে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দিয়েছে প্রশাসনের একেবারে শীর্ষে – যেখানে প্রাধান্য বজায় রেখেছে সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েভের নিয়োগ করা লোকজন।

নজরবায়েভ ২০১৯ সালে পদত্যাগ করলেও সংবিধান মোতাবেক এখনও জাতির নেতা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংসদে ভাষণ দেয়ার সময় তোকায়েভ নজরবায়েভের এমন সমালোচনা করেছেন- যা অনেককেই অবাক করেছে।

যদিও তার উত্তরসূরি হিসেবে নজরবায়েভ এক সময় তোকায়েভকেই মনোনীত করেছিলেন। সূত্র: বিবিসি বাংলা