ভবদহ জলাবদ্ধ এলাকায় মৈত্রী ভলান্টিয়ার্সের কম্বল প্রদান

মৈত্রী ভলান্টিয়ার্সের উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে ভবদহ জলমগ্ন এলাকার বাসিন্দাদের মাঝে কম্বল প্রদান করা হয়েছে। যশোরের মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের পোড়াডাঙ্গা এবতেদায়ি মাদরাসা মাঠে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) গাজী আব্দুল হামিদ, মৈত্রী ভলান্টিয়ার্সের আহ্বায়ক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সংগঠক হারুন অর রশিদ, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা রাজু আহমেদ, আলাউদ্দীন, মঞ্জুরুল আলম, দীপ কামাল প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, দুর্যোগ মোকাবেলায় বঞ্চিত মানুষের সেবায় মৈত্রী ভলান্টিয়ার্স কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ার জন্য বই খাতা, উৎসবে তাদের মাঝে পোশাক বিতরণ, করোনাকালে অক্সিজেন সেবা, খাদ্য সহায়তা এবং শীত মৌসুমে আমাদের সামর্থ্য অনুযায়ী গরম কাপড় বিতরণের কাজ অব্যাহত রয়েছে।

আজ উপজেলার কুলটিয়া ইউনিয়নের ডাঙ্গা মহিষদিয়া, আড়শিংগাড়ি পাড়িয়ালা, পোড়াডাঙ্গা গ্রামের জলাবদ্ধ এলাকার ১৪০ পরিবারের মাঝে কম্বল দেয়া হয়েছে।