করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার ৫ জানুয়ারি টুইটারে তিনি এই ঘোষণা দিয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। টুইটারে এরদোয়ান জানান, হালকা লক্ষণ দেখা দিলে আমি ও আমার স্ত্রী করোনা ভাইরাসের পরীক্ষা করায়।
এতে দুই জনেরই পজিটিভ এসেছে। তুর্কি প্রেসিডেন্ট জানান, তিনি বাড়ি থেকে কাজ চালিয়ে যাবেন। বৃহস্পতিবার ৩ জানুয়ারি ইউক্রেন সফর করেন এরদোয়ান।
ওইদন রাজধানী কিয়েভে পৌঁছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।