যশোরে করোনা ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু

coronavirus jessore map

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় ও করোনা উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন। নতুন করে ২৯০ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জন আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্ত হার প্রায় ২৩ শতাংশে দাঁড়িয়েছে।

সিভিল সার্জন অফিস ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তথ্য মতে জানাযায়, গত ২৪ ঘণ্টায় ২৯০ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় মারা গেছে তিনজন আর উপসর্গ নিয়ে মারা গেছে এক জন। হাসপাতালে ভর্তি আছে ২২ জন। আইসোলেশনে ২৬০১ জন চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে সদর উপজেলায় ৫১ জন, অভয়নগরে এক জন, চৌগাছায় চারজন, ঝিকরগাছায় দুজন, কেশবপুরে ০ জন, মণিরামপুরে দুজন, শার্শায় তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে যশোরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৫৯৯ জন। সুস্থ হযেছেন ২১ হাজার ৯৯৮ জন। মত্যুবরণ করেছেন ৫২৭ জন। হাসপাতালে ২২ জন ভর্তি এবং আইসোলেশনে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।