বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষকে ৫০ টি ট্রলি প্রদান

আজ দুপুরে যশোরের বেনাপোল ইমিগ্রেশনে সাধারন যাত্রীদের ল্যাগেজ বহনের জন্য ট্রলি ব্যবস্থা চালু করার লক্ষ্যে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষকে ৫০ টি ট্রলি হস্তান্তর করেন বেনাপোল কাস্টমস বিভাগ।

ইতিপূর্বে ৫০টি ট্রলি বন্দরের কাছে ছিল বর্তমানে ১০০ টি ট্রলি বন্দরের রয়েছে। ট্রলি ব্যবস্থা চালু করার পূর্বে যাত্রীদের ল্যাগেজ যাত্রী নিজে বা বন্দরের কুলিরা বহন করত। এতে সাধারণ যাত্রীদের অসুবিধা হয়।

ট্রলি ব্যবস্থা চালুকরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, যুগ্ম কমিশনার আব্দুল রশিদ মিয়া বন্দরের পরিচালক মনিরুজ্জামান, বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল, বেনাপোল ইমিগ্রেশন এর ওসি মোহাম্মদ রাজু, বন্দর ও কাস্টমস এর কর্মকর্তাবৃন্দ।

ট্রলি ব্যবস্থা চালু করার ফলে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশে থেকে ভারতে গমনকারী যাত্রীদের ল্যাগেজ পরিবহন সহজ হবে। ট্রলিগুলো কাস্টমসকে স্পন্সর করেছেন স্টীল কোম্পানি।