এরদোগানের দল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির চেয়ারম্যান ডেভলেট বাহকেলি জানিয়েছেন, ২০২৩ সালে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো বাধা নেই এরদোগানের সামনে।
নতুন সংবিধান অনুযায়ী এরদোগান একবার প্রেসিডেন্ট হয়েছেন। ফলে আরেকবার তিনি নির্বাচন করতে পারবেন বলে জানিয়েছেন ডেভলেট বাহকেলি।
এ ব্যাপারে ডেভলেট বাহকেলি বলেন, প্রেসিডেন্ট শাসিত সরকারে এরদোগান হলেন প্রথম প্রেসিডেন্ট। ফলে আরেকবার প্রেসিডেন্ট নির্বাচন করতে তার সামনে কোনো আইনি বাধা নেই।
তিনি আরও জানান, ২০২৩ নির্বাচনে আমাদের দল থেকে এরদোগান আমাদের প্রার্থী হবেন। আমি বিশ্বাস করি সে নির্বাচনে জয় লাভ করবে। তাছাড়া সংসদেও আমাদের সদস্যরা জয় লাভ করবে।
তুরস্কের সংবিধান অনুযায়ী তৃতীয়বার কোনো ব্যক্তি প্রেসিডেন্ট হতে পারবেন না। ২০১৪ সালে প্রথম ও ২০১৮ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হন রিসেপ তাইয়্যেপ এরদোগান।
ফলে তৃতীয়বার তার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকার কথা ছিল না। ২০১৭ সালে দেশটির সংবিধানে পরিবর্তন আনা হয়। ওই সময় সংসদীয় সরকার থেকে প্রেসিডেন্ট শাসিত সরকারে পরিবর্তন করা হয় তুরস্কের শাসন ব্যবস্থা।
এদিকে এরদোগানের বিরোধী দলগুলো দাবি করছে তিনি আর নির্বাচন করতে পারবেন না। তারা সংবিধানের বিষয়টিই সামনে আনছেন। সূত্র: ডেইলি সাবাহ