ভারতের অরুণাচল প্রদেশে তুষারধসে সাত সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সোমবার এসব সেনারা তুষারধসে আটকে পড়েছিলেন। ইতোমধ্যে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের কামেঙ্গ সেক্টরের উঁচু এলাকায় তুষারধসের মুখে পড়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর সাত সদস্য।
সোমবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, মারা যাওয়া সদস্যরা টহল দলের সদস্য ছিলেন। তুষার ধসের পর থেকে তাদের খোঁজ মিলছিল না।
তাদের খোঁজে শুরু হয়েছিল উদ্ধারকাজ। নিখোঁজদের সন্ধানে আকাশপথে বিশেষ দলকে উড়িয়ে আনা হয়েছিল। উল্লেখ্য, তুষারধসে এর আগেও একাধিক সেনার মৃত্যু হয়েছে।
২০২০ সালের তুষারধসের মুখে পড়ে মারা গিয়েছিল দুই সেনা। গত অক্টোবরে উত্তরাখণ্ডের মাউন্ট ত্রিশূলে তুষারধসে নৌবাহিনীর পাঁচ আধিকারিক আটকা পড়েছিলেন। একটি অভিযানে গিয়েছিলেন তারা। পরে তাদের লাশ উদ্ধার করা হয়েছিল।