পবিত্র ওমরাহ পালনের জন্য এখন সৌদি আরবে প্রবেশ করতে করোনার নেগেটিভ সনদ লাগবে। একই নির্দেশনা দেশটিতে ভ্রমণের ক্ষেত্রেও প্রযোজ্য।
বুধবার রাত ১টা থেকে এ নির্দেশনা কার্যকর হচ্ছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জের ধরে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে নির্দেশনা হালনাগাদ করেছে দেশটির সরকার। খবর সৌদি গেজেটের।
সৌদি আরবের হজ এবং ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি প্রবেশের ক্ষেত্রে রওনা দেওয়ার ৪৮ ঘণ্টা আগে করোনার পিসিআর কিংবা অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে।
নেগেটিভ সনদ থাকলে তবেই সৌদিতে প্রবেশ করা যাবে। এর আগে ২০২২ সালের শুরুতে পবিত্র ওমরাহ পালনের জন্য নতুন নির্দেশনা দিয়েছিল সৌদি আরব।
ওই নির্দেশনা অনুযায়ী, প্রথমবার পবিত্র ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করার অনুমতি দেওয়া হয়, যা সব বয়সী মানুষের জন্য প্রযোজ্য ছিল।
বলা হয়, প্রথমবার ওমরাহ পালন শেষে দ্বিতীয়বার ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিদের ইটামারনা বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে আবারও আবেদন করতে হবে।
গত বছর দুই ওমরাহ পালনের মধ্যে ১৫ দিনের বিরতির কথা বলেছিল সৌদি সরকার। গত বছরের অক্টোবরে সৌদি আরব এ নির্দেশনা প্রত্যাহার করে নেয়।
সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও ১০ দিন বিরতির নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে সৌদি সরকার সামাজিক দূরত্ব মানার বিধিনিষেধ আরোপ করেছে।
দেশটিতে সব জায়গায় মাস্ক পরতে নির্দেশনা দেয়া হয়েছে। এর সঙ্গে মিলিয়ে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদেও একই বিধান চালু করা হয়েছে।