কলম্বিয়ায় ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

কলম্বিয়ায় ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধসে কমপক্ষে ১৪ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দেশটির মধ্যাঞ্চলীয় দসকেব্রাদাস শহরে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ভূমিধসের কারণে মাটির নিচে এখনো অনেকে আটকা আছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইভান দুক। সর্বশেষ ২০১৯ সালে ভয়াবহ ভূমিধসে অঞ্চলটিতে প্রাণ হারায় ২৮ জন।