বাইডেনের বক্তব্যে রাশিয়ার উদ্বেগ নিরসনের কথা নেই

ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শনিবার (১২ ফেব্রুয়ারি) ঘণ্টাব্যাপী কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফোনে টানা এক ঘণ্টা দুই মিনিট কথা বলেছেন দুই নেতা।

বাইডেনের তরফে ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলার পরিণতি সম্পর্কে পুতিনকে সতর্ক করা হয়। অন্যদিকে পুতিন মার্কিন প্রেসিডেন্টকে বলেন, তার বক্তব্যে রাশিয়ার উদ্বেগ নিরসনের কোনও কথা নেই। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, পুতিন বাইডেনকে বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো বিবেচনা করবে। তবে ওয়াশিংটনের তরফে যেসব কথা বলা হয়েছে তাতে রাশিয়ার নিরাপত্তা সংক্রান্ত মূল উদ্বেগগুলো নিরসনের বিষয়টি নেই।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ বলেন, পশ্চিমা দুনিয়ায় রাশিয়ার আগ্রাসন নিয়ে হিস্টিরিয়ায় ভুগছে। এর পটভূমিতেই এই ফোনালাপ। তবে এ ধরনের চিন্তাভাবনা অযৌক্তিক।

ইউরি উশাকভ বলেন, ‘ইউক্রেনকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে বাইডেন রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য কঠোর নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেছেন। তবে এটিই রাশিয়ান নেতার সঙ্গে তার দীর্ঘ কথোপকথনের কেন্দ্রবিন্দু ছিল না। তিনি রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ নিয়েও কথা বলেছেন।

তবে দুর্ভাগ্যবশত সেখানে রাশিয়ার মূল উদ্বেগের বিষয়গুলো নেই। ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার সেনা মোতায়েন অব্যাহত থাকায় সংঘাত এড়াতে এক সপ্তাহের চলমান কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

বাইডেনের অনুরোধে সোমবারের বদলে শনিবার এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেন ইস্যুতে এর আগেও দুই নেতার কয়েক দফা আলোচনা হলেও এ পর্যন্ত তেমন কোনও ইতিবাচক ফল মেলেনি।