যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যা

susu unnoyon kendro jessore

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে জহুরুল মন্ডল(১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

সোমবার সকালে শিশু উন্নয়ন কেন্দ্রের নিজ কক্ষে গলায় ফাঁস দেন তিনি। নিহত জহুরুল পাবনার আতাইকুলা উপজেলার বামনডাঙা গ্রামের জাললা মন্ডলের ছেলে।

জহুরুল হত্যা মামলার আসামী ছিলেন। তিনি ২০২১ সালের ৩০সে নভেম্বর শিশু উন্নয়ন কেন্দ্রে আসেন। তার হত্যা মামলা বিচারাধীন। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান জানান, সকালে ভালোবাসা দিবস উপলক্ষে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে অনুষ্ঠান চলছিলো।

অনুষ্ঠান চলাকালীন সময়ে জহুরুল নিজ কক্ষে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। পরে শিশু উন্নয়ন কেন্দ্রে অনান্য কিশোরের দেখতে পেয়ে ঝুলন্ত দেহ নামিয়ে কর্মকর্তাদের খবর দেয়।

জহুরুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে লাশ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।