আন্তর্জাতিক বিমান চলাচলে বিধিনিষেধ তুললো পশ্চিমবঙ্গ

করোনার প্রকোপ কমে যাওয়ায় আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর বিধিনিষেধ তুলে নিয়েছে ভারতের পশ্চিম বঙ্গ সরকার। মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি সিদ্ধান্ত কার্যকর হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জি নিউজ।

ঘোষিত নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটে চলাচলের ক্ষেত্রে একজন যাত্রীকে অবতরণের পর বিমানবন্দরে অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট অথবা আরপিসিআর টেস্ট দেখাতে হবে।

প্রতিবেদনে বলা হয়, যেসব যাত্রীদের উপসর্গ পাওয়া যাবে তাদের তৎক্ষণাৎ আইসোলেশনে রাখতে হবে। নতুন নির্দেশনা অনুযায়ী, বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে বাধ্যতামূলক করোনার আরটি পিসিআর টেস্ট দেখাতে হবে।

সেইসঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের দুই ডোজ টিকা গ্রহণের প্রমাণ দেখাতে হবে। অন্যদিকে যেসব দেশে ওমিক্রনের ঝুঁকি রয়েছে সেসব দেশের ওপর থেকে সতর্কতা সরিয়ে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

এই পদক্ষেপের মাধ্যমে ভারতে আগত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য আজ থেকেই বিধিনিষেধ তুলে নেওয়া হলো। এই কোভিড বিধি সম্পর্কে কয়েকদিন আগেই জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।