কেশবপুরে শপথ নিলেন নবনির্বাচিত ১০ ইউপি চেয়ারম্যান

যশোরের কেশবপুর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শপথ নিয়েছেন। রোববার সকালে যশোরের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

যশোরের স্থানীয় সরকার পরিষদের উপ-পরিচালক মোঃ হুসাইন শওকতের সভাপতিত্ত্বে শপথ বাক্য পাঠ করান যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। শপথ গ্রহণকারী চেয়ারম্যানগণ হলেন ত্রিমোহীনি ইউনিয়নের চেয়ারম্যান এস এম আনিসুর রহমান,

সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, মজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, বিদ্যানন্দকাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের বিশ্বাস, পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন,

সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান এস এম মনজুর রহমান, গৌরিঘোনা ইউনিয়নের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা বাবু ও হাসানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান।

উল্লেখ কেশবপুর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের মধ্যে কেশবপুর ৬ নং সদর ইউনিয়ন পরিষদের একটি (মূলগ্রাম) ওয়ার্ডের নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় কেন্দ্রের ভোট গত ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে। এ কারণে এখনো গেজেট প্রকাশ না হওয়ায় শপথ অনুষ্ঠান বাকী আছে।