যশোর সদরের ১৫ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

যশোর সদর উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শপথ গ্রহণ করেছে। গত ৫ জানুয়ারির নির্বাচনে তারা বিজয়ী হন।

রোববার যশোর জেলা প্রশাসকের সেমিনার কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

এরআগে গত ২৭ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই গেজেট প্রকাশ করা হয়। শপথ গ্রহন করে অনেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাদেরকে ফুলের শুভেচ্ছা জানায়। যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে ২য় বারের মত চেয়ারম্যান হিসেবে শপথ দিয়েছেন রিয়াজুল ইসলাম খান, দেয়াড়া ইউনিয়নে আনিসুর রহমান,

লেবুতলা ইউনিয়নে আলিমুজ্জামান মিলন, উপশহর ইউনিয়নে এহসানুর রহমান, কচুয়া ইউনিয়নে লুৎফর রহমান ধাপক। এছাড়াও শপথ গ্রহণ করেন ইছালী ইউনিয়নে ফেরদৌসী ইয়াসমিন, হৈবতপুর ইউনিয়ন পরিষদে আবু সিদ্দিক, নওয়াপাড়া ইউনিয়নে হুমায়ুন কবীর তুহিন,

চুড়ামনকাটি ইউনিয়নে দাউদ হোসেন, রামনগর ইউনিয়নে মাহমুদ হাসান লাইফ, নরেন্দ্রপুর ইউনিয়নে রাজু আহমেদ, চাঁচড়া ইউনিয়নে শামীম রেজা, আরবপুর ইউনিয়নে মীর আরশাদ আলী, কাশিমপুর ইউনিয়নে শরিফুল ইসলাম, ফতেপুর ইউনিয়নে শেখ সোহরাব হোসেন।