কেশবপুরে সাড়ে ৯ হাজার মানুষের গনটিকা গ্রহণ

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সাড়ে ৯ হাজার মানুষ গনটিকা গ্রহণ করেছে। পৌরসভার পক্ষ হতে শহরে মাইকিং করে শনিবার ভ্রাম্যমান কোভিড-১৯ করোনা টিকা দেয়া হয়।

কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, কেশবপুর উপজেলায় করোনা মহামারি নিয়ন্ত্রণের জন্য উপজেলা ব্যাপী সরকারি হাসপাতালসহ ৩৮ বুথ খোলা হয়েছে।

গনটিকার জন্য কোনো প্রকার জম্মনিবন্ধন বা জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হয়নি। টিকা নিতে নির্ধারিত টিকাদান কেন্দ্রে আসলেই করোনা টিকা দেয়া হয়েছে।

শনিবার করোনা টিকার ডোজ নিয়েছে ৯ হাজার ৩৮৯ জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭ হাজার ২৫২, দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ হাজার ৭১৯ জন ও তৃতীয় ডোজ নিয়েছেন ২৫২ জন।

কেশবপুর পৌরসভার পক্ষে কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে শনিবার কেশবপুর শহরে মাইকিং করে ভ্রাম্যমান করোনা টিকা কেন্দ্রের দুইটি গাড়িতে করে ১৩৬ জনকে করোনা টিকা দেয়া হয়েছে।