নড়াইল আদালতে নারায়ণগঞ্জের মাদক কারবারির যাবজ্জীবন

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে নারায়ণগঞ্জের মাদক কারবারি আরিফুর রহমান ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।

আরিফুরকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পলাতক আরিফুর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার রূপসীবাগবাড়ী এলাকার গিয়াস উদ্দিন ভূঁইয়ার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৩ আগস্ট রাত দেড়টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাটে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কার থেকে একব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়।

এ সময় প্রাইভেট কারে থাকা আরিফুর রহমানকে আটক করে পুলিশ। তার দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আরিফুর পুলিশকে জানান, প্রাইভেটকারের ভেতরে প্লাস্টিকের বোতলে আরো ফেনসিডিল রয়েছে।

এসময় ১৩ কেজি ২০০ গ্রাম ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।