ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা”টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই শ্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম।

এসময় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক তমান্নাজ খন্দকার, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এন এম শাহজালাল, জেলা তথ্য অফিসার আবুবকর ছিদ্দিক,

মহিলা সংস্থার চেয়ারম্যান দীপ্তি রহমান প্রমূখ। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও পরিচালক, সুধী,সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।