“স্বাধীনতার চেতনায় তরুণদের ভাবনা” শ্লোগানে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

“স্বাধীনতার চেতনায় তরুণদের ভাবনা” এই শ্লোগানে ঝিনাইদহে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে। এটি তরুণদের অংশগ্রণে বহিঃধারণকৃত একটি প্রামাণ্য অনুষ্ঠান।

শনিবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বাংলাদেশ বেতারের আয়োজনে সচেতনতা মূলক এই অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাংবাদিক, শিক্ষকসহ তরুণ শিক্ষার্থীরা।

উপস্থাপক ছিলেন রেডিও বেতারের সজীব দত্ত। অনুষ্ঠানে স্বাধীনতার চেতনায় তরুণদের ভাবনা সহ নানামুখী সামাজিক সচেতনতা মূলক কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়।

পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, আজকের তরুণদের স্বাধীনতার চেতনায় বেড়ে উঠতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। তারা নিশ্চয়ই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে। জেলা পুলিশ ঝিনাইদহ নানামুখী কাজ করছে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে।

উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠানটি গত ০৭ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে।

আগামী ২৬ মার্চ শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে উপ পরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।