‘ভোক্তা অধিকার নিশ্চিতে আইন সম্পর্কে জানতে হবে’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভোক্তা অধিকার আইনটি সবাইকে জানতে হবে। তা না হলে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব হবে না। এজন্য অধিদফতর এবং ক্যাবকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে উদয়-অস্ত কাজ করতে হবে।

মঙ্গলবার ১৫ মার্চ বিকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২২ এর আলোচনা সভায় একথা বলেন তিনি। দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ব্যবসা করবে, কিন্তু তারা যাতে সুযোগ না নেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বরেন, তেলের সরবরাহ নিশ্চিত করার জন্য তেল রিফাইনারি শিল্পে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গুণগতমান পরীক্ষার জন্য একটি ল্যাব প্রয়োজন।