৫০ হাজার টন গম আমদানি করবে খাদ্য মন্ত্রণালয়

gov logo

৫০ হাজার টন গম আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী।

তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক এম/এস সুইস সিঙ্গাপুর ওভারসিস এন্টারপ্রাইসেস পিটিই লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার টন গম আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এই ৫০ হাজার টন গম আমদানিতে মোট ব্যয় হবে ১৭৬ কোটি ২৮ লাখ ৭১ হাজার টাকা। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটিতে একটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ১১টি প্রস্তাব উত্থাপন করা হয়।

উপস্থাপিত ১১টি প্রস্তাবই অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত প্রস্তাবগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৫৭২ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার ১৩৫ কোটি ৯৯ লাখ টাকা এবং দেশীয় ব্যাংক ও বিশ্বব্যাংক থেকে ৪৩৬ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় করা হবে।