১৬ হাজার রুশ সেনা নিহত, দাবি জেলেনস্কির

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর থেকে অন্তত ১৬ হাজার রুশ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় এমন দাবি করেন ইউক্রেনের পেসিডেন্ট।ভিডিওতে জেলেনস্কি বলেছেন, নিহতদের মধ্যে রাশিয়ার উচ্চপদস্থ সেনা কর্মকর্তারাও রয়েছেন।

খবর সিএনএন। শুক্রবারই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধে রাশিয়ার ১৩৫১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিন হাজার ৮২৫ জন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সোমবার জানিয়েছে, ইউক্রেনের প্রায় ১৪ হাজার সৈন্য নিহত হয়েছেন এবং ১৬ হাজার সৈন্য আহত হয়েছেন।

ন্যাটো সামরিক জোটের দু’জন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে রুশ সৈন্য নিহতের সংখ্যা সাত হাজার থেকে ১৫ হাজারের মধ্যে। সূত্র: সিএনএন