সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী সুহেল আল-মাজরুই বলেছেন, রাশিয়ার তেল বিশ্বের জ্বালানি বাজারে অবশ্যই প্রয়োজন। কোনো তেল উৎপাদকই রাশিয়ার উৎপাদনের বিকল্প হয়ে উঠতে পারবে না।
সোমবার দুবাইয়ে তিনি এ কথা বলেন। ওপেক প্লাস জোটের গুরুত্বপূর্ণ সদস্য রাশয়া প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে বলে জানিয়েছেন আল-মাজরুই।
তার মতে, রাজনীতিকে এক পাশে রেখে আমাদের সেই পরিমাণ তেলের প্রয়োজন মেটানো উচিত। যদি কেউ ওই পরিমাণ তেল সরবরাহ করতে ইচ্ছুক না হয়, তাহলে কেউ রাশিয়ার বিকল্প হতে পারবে বলে মনে হচ্ছে না।খবর রয়টার্সের
সৌদি আরবের পর রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রুড রপ্তানিকারক দেশ। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রের পাশাপাশি কয়েকটি দেশ মস্কোর তেল ও গ্যাস কেনা বন্ধ করার ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য দেশ উপসাগরীয় আরব তেল উৎপাদনকারী দেশগুলোকে উৎপাদন বাড়াতে এবং অপরিশোধিত তেলের দাম কমিয়ে আনতে সহায়তা করার আহ্বান জানিয়ে আসছে।